ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

এবার মাকসুদ অপসারনের খবরে লেনদেনে বড় উত্থান

২০২৫ মে ০৫ ১৪:৪৩:০০
এবার মাকসুদ অপসারনের খবরে লেনদেনে বড় উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : এরইমধ্যে প্রশিক্ষনের জন্য দেশত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তবে তাকে অপসারন করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। তার জায়গায় কাকে নিয়োগ দেওয়া হবে, সে তালিকাও ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। এতে করে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার তৈরী হয়েছে। যাতে করে দুইদিন ধরে শেয়ারবাজার উত্থান হয়েছে। তবে সোমবার (০৫ মে) লেনদেনে বড় উত্থান হয়েছে।

গত ৩ সপ্তাহ ধরে শেয়ারবাজার টানা পতনে ছিল। এতে করে বিনিয়োগকারীদের নাভিশ্বাস উঠে গেছে। তারপরেও মাকসুদ কমিশন বিনিয়োগকারীদের পুঁজি হারানোকে পাত্তা না দিয়ে চেয়ার আঁকড়ে ধরে রেখেছে। যার অপসারন জোরালো হয়েছে। এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরী হয়েছে।

এই কমিশনের পদত্যাগের মাধ্যমে যে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে, তা গত সপ্তাহের রবিবারও প্রমাণ পাওয়া গেছে। ওইদিন দুপুরে খবর আসে বিএসইসির চেয়ারম্যানকে সরকারের পক্ষ থেকে পদত্যাগে চাঁপ দেওয়া হয়েছে। এরপরে তার দেশত্যাগ ও অপসারনের খবরে গতকাল থেকে শেয়ারবাজারে উত্থানে রয়েছে।

সোমবার (০৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯৬৫ পয়েন্টে। যা আগের দিন বেড়েছিল ৩৮ পয়েন্ট।

আজ ডিএসইতে ৫৮৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৯৯ কোটি ৩৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৮৪ কোটি ৬৯ লাখ টাকার বা ৩২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৩ টি বা ৪৩.২৫ শতাংশের। আর দর কমেছে ১৬৯ টি বা ৪২.২৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৮ টি বা ১৪.৫০ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৬ টির, কমেছে ৬৪ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৪৮ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে