ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মাকসুদ কমিশন এখনো অপসারিত হয়নি : শেয়ারবাজারও উত্থান ধরে রাখতে পারেনি

২০২৫ মে ০৬ ১৪:৪২:৪৯
মাকসুদ কমিশন এখনো অপসারিত হয়নি : শেয়ারবাজারও উত্থান ধরে রাখতে পারেনি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহের রবিবার (২৭ এপ্রিল) এবং চলতি সপ্তাহের ৪ ও ৫ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনকে সরকার অপসারন করতে যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। এছাড়া কাকে নিয়োগ দেওয়া হবে, সেই তালিকাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যাতে করে ওইসব দিনগুলোতে শেয়ারবাজার ইতিবাচক ছিল। তবে সরকার এখনো অযোগ্য মাকসুদ কমিশনকে অপসারন করেনি। যাতে পতনে ফিরে গেছে শেয়ারবাজার।

এই কমিশনের পদত্যাগ বা অপসারনে মাধ্যমে শেয়ারবাজার যে ঘুরে দাঁড়াবে, তা গত সপ্তাহের রবিবারও প্রমাণ পাওয়া গেছে। ওইদিন দুপুরে খবর আসে বিএসইসির চেয়ারম্যানকে সরকারের পক্ষ থেকে পদত্যাগে চাঁপ দেওয়া হয়েছে। এরপরেই একইদিনে বড় ঋণাত্মক কাটিয়ে ইতিবাচক হয়ে যায় বাজার। এরপরে চলতি সপ্তাহের রবিবার (৪ মে) তার দেশত্যাগ ও অপসারনের খবরে শেয়ারবাজারে উত্থান হয়। যার অপসারন হচেছ বলে সোমবারও বাজারে খবর ছিল। ফলে ওই দুই দিনও বাজার ইতিবাচক ছিল। তবে এখনো তাকে অপসারন করেনি সরকার।

মঙ্গলবার (০৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৯৫২ পয়েন্টে। যা সোমবার ৮ পয়েন্ট ও রবিবার ৩৮ পয়েন্ট বেড়েছিল।

এদিন ডিএসইতে ৫৪৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৮৪ কোটি ৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৪ কোটি ২৯ লাখ টাকার বা ৬ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৬ টি বা ২৯.২২ শতাংশের। আর দর কমেছে ২৫৩ টি বা ৬৩.৭৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৮ টি বা ৭.০৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭ টির, কমেছে ১০২ টির এবং পরিবর্তন হয়নি ৩৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৭৩ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে