ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

মেট গালায় শাহরুখকে চেনেননি উপস্থাপিকা

২০২৫ মে ০৭ ০৯:২৭:১৬
মেট গালায় শাহরুখকে চেনেননি উপস্থাপিকা

বিনোদন ডেস্ক : ৫৯ বছর বয়সে মেট গালায় অভিষেক হলো বলিউড বাদশাহ শাহরুখ খানের। ২০২৫-এর মেট গালার লাল গালিচায় প্রথমবার হাঁটলেন কিং খান। তার রাজকীয় স্টাইলে মুগ্ধ নিউইয়র্কের এই ফ্যাশন শো।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টার দিকে শুরু হয় বহু প্রতিক্ষীত এই ইভেন্ট। এদিন বাদশাহী স্টাইলে শাহরুখের মেট গালা অভিষেক আরও একবার কিং খানের ভক্তদের ফিরিয়ে নিয়ে গেল সেই নব্বইয়ের দশকের নস্ট্যালজিয়ায়। টেইলর্ড ফর ইউ’ এবং ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে, সব্যসাচী মুখার্জির পোশাক পরে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে আয়োজনে বিস্মিত করলেন কিং খান!

যদিও এই গ্ল্যামারের জাঁকজমকের মধ্যেও একটা বিতর্কও মাথাচাড়া দিয়ে উঠল। আর সেই মুহূর্ত এখন ভাইরাল, সঙ্গে নানা আলোচনা। দেখা যায়, রেড কার্পেটে দাঁড়িয়ে এক রেড কার্পেট উপস্থাপককে নিজের পরিচয় দিতে হচ্ছে বলিউড বাদশাকে। আসলে ওই উপস্থাপক নাকি শাহরুখকে চিনতেই পারেননি। সেই কারণে মেট গালার তাৎপর্য সম্পর্কে নিজের বক্তব্য রাখতে যাওয়ার আগে রেড কার্পেটে অভিনেতা নিজের পরিচয় দিয়ে বলেন যে, ‘আমি শাহরুখ।’

শুধু তাই নয়, ইন্টারভিউ নিতে গিয়ে শাহরুখকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে, 'কেমন লাগছে অনুষ্ঠানে এসে?' এমন প্রশ্ন শুনেও অনেকে আহত হয়েছেন! বলছেন, বোঝা যাচ্ছে শাহরুখকে বলিউডের ছোটখাটো স্টার ভেবেছেন তারা!'

তবে সবটা বুঝতে পেরেও শাহরুখ হাসিমুখে সব সময় উত্তর দিয়ে গেছেন। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে থাকা সব্যসাচী বলে ওঠেন, ‘বিশ্বের সব থেকে বিখ্যাত পুরুষদের মধ্যে একজন। তিনি যখন হোটেল থেকে বেরিয়ে আসেন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তখন তাকে ঘিরে ধরেন ভক্তরা।’ সব্যসাচীর মুখে এই কথা শুনে যারা ইন্টারভিউ নিচ্ছিলেন তারা রীতিমতো অস্বস্তিতে পড়ে যান।

তবে পুরো বিষয়টিকে একেবারে ভাল ভাবে নেননি শাহরুখের ভক্তরা। বিশ্বের সবথেকে বড় তারকাদের মধ্যে অন্যতম হলেন শাহরুখ, সেই অভিনেতাকে চিনতে না পারার জন্য গ্লোবাল মিডিয়াকে তুলোধনা করেছেন তারা।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে