ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

পাক-ভারতে যুদ্ধে অস্থির সূচক, ধস টাকায়

২০২৫ মে ০৯ ১০:৩৬:১৮
পাক-ভারতে যুদ্ধে অস্থির সূচক, ধস টাকায়

অর্থ বাণিজ্য ডেস্ক : ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনায় বৃহস্পতিবার (০৮ মে) ভারতের শেয়ারবাজারকে অস্থির করল। দিনভর ওঠানামা করে শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক কমেছে ৪১১.৯৭ পয়েন্ট। এদিন সেনসেক্স সূচক নেমে এসেছে ৮০,৩৩৪.৮১ পয়েন্ট।

এদিন বিনিয়োগকারীদের শেয়ার সম্পদ কমেছে ৫ লক্ষ কোটি টাকা।

বৃহস্পতিবার সকালের দিকে এক বার ৮০,৯২৭.৯৯-এ উঠে গিয়েছিল সেনসেক্স। গতি হারিয়ে দিন শেষ করার আগে প্রায় ৭৫৯ পয়েন্ট পড়ে নেমে যায় ৭৯,৯৮৭.৬১ পয়েন্টে।

অপর শেয়ারবাজার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফ্‌টি দিন শেষ করেছে ২৪,২৭৩.৮০ পয়েন্টে। সূচকটি কমেছে ১৪০.৬০ পয়েন্ট।

ভূ-রাজনৈতিক উত্তাপ এ দিন ভারতের টাকার দামেও ধস নামিয়েছে। এক ডলার প্রায় ৮৪ পয়সা উঠেছে এ দিন। হয়েছে ৮৫.৬১ টাকা।

বিশেষজ্ঞদের মতে, ভারতের শেয়ারবাজার যে বিরাট নড়বড় হয়ে পড়েছে তা নয়। তবে ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পরে পাকিস্তানের তরফ থেকে পাল্টা আঘাতের আশঙ্কা ছিলই। ফলে সীমান্তে বাড়তে থাকা উত্তেজনা অপ্রত্যাশিত নয়। এই পরিস্থিতিতে এদিন লেনদেনের শেষ দিকে হাতের শেয়ার বিক্রি করে মুনাফা ঘরে তুলতে দেখা যায় বিনিয়োগকারীদের। তার উপর আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক আশঙ্কা প্রকাশ করে বলেছে, আগ্রাসী শুল্ক নীতি সে দেশে মূল্যবৃদ্ধির হারকে ঠেলে তুলতে পারে। বাড়াতে পারে বেকারত্ব। যা গোটা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে বলে আশঙ্কা।

সংশ্লিষ্ট মহলের দাবি, সব মিলিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগেরই প্রতিফলন ঘটেছে শেয়ারবাজার এবং টাকার দামে। শেয়ারবাজারবাজার বিশেষজ্ঞ কমল পারেখ বলেন, “আগামী বেশ কিছু দিন বাজার অস্থির থাকবে বলেই আমার ধারণা। ফলে দ্রুত ওঠানামা করবে সূচক। মুনাফার সুযোগ থাকলে, হাতের শেয়ার বিক্রি করে তা ঘরে তুলে নেওয়াই ভাল।’’

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে