ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

গোবিন্দর প্রতি বিরক্ত স্ত্রী সুনীতা

২০২৫ মে ১৩ ১৯:৫২:২১
গোবিন্দর প্রতি বিরক্ত স্ত্রী সুনীতা

বিনোদন ডেস্ক : প্রায় ৬ বছর হয়ে গেল বড় পর্দা থেকে দূরে অভিনেতা গোবিন্দ। কেন অভিনয় করছেন না তিনি? নিজেকে কেন বড় পর্দা থেকে দূরে সরিয়ে রেখেছেন? এই প্রশ্ন তুললেন খোদ অভিনেতার স্ত্রী সুনীতা আহুজা। কোনদিনই কোনও বিষয়ে রাখঢাক করেন না গোবিন্দ-পত্নী। কিছু দিন আগে শোনা গিয়েছিল গোবিন্দ এবং সুনীতার দাম্পত্যে চিড় ধরেছে। এ বিষয়ে অভিনেতা মুখ না খুললেও জবাব দিতে ছাড়েননি সুনীতা। এবারও প্রকাশ্যে তিনিই প্রশ্ন তুললেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ওর (গোবিন্দ) সমসাময়িক অনিল কপূর, জ্যাকি শ্রফসহ অনেকেই কাজ করছেন। কিন্তু গোবিন্দ কেন বাড়িতে বসে বসে সময় নষ্ট করছে, সত্যিই বুঝতে পারছি না।” স্ত্রীর এই প্রশ্নের যদিও কোনও পাল্টা উত্তর দেননি নব্বইয়ের আলোচিত নায়ক।

বড় পর্দা থেকে দূরে থাকলেও বিভিন্ন কারণে দফায় দফায় উঠে এসেছে অভিনেতার নাম। প্রথমে তাঁর নিজের রিভলবার থেকেই নাকি গুলি ছিটকে লাগে হাঁটুতে। তারপর রাজনৈতিক প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপরই প্রকাশ্যে আসেন সুনীতা।

একাধিক সাক্ষাৎকারে সুনীতা বুঝিয়ে দেন স্বামীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। স্ত্রী-সন্তানের সঙ্গে থাকেন না গোবিন্দ। এমনকি উঠে আসে এক তরুণী মরাঠি অভিনেত্রীর প্রসঙ্গ। তাঁরই সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা। কানাঘুষো পৌঁছোয় আইনি বিচ্ছেদ পর্যন্ত। এই সময় সুনীতার আইনজীবী আসরে নেমে জানিয়ে দেন বিচ্ছেদের কোনও প্রশ্নই উঠছে না।

এখানেই শেষ নয়, গুজব প্রসঙ্গে গোবিন্দর স্ত্রী বলেন, “গুজব গুজব গুজব— আরে আগেতো জিজ্ঞাসা করুন এটা সত্যি কি না! আমি কখনই এটাকে প্রশ্রয় দেব না। এমন কিছু হলে আমি নিজে সংবাদমাধ্যমের সামনে এসে তা জানাব। তবে আমার মনে হয় না ঈশ্বর আমার সংসার ভাঙবেন।”

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে