ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সূচকের পতন হলেও জুতা-জামার শেয়ারে উত্থান 

২০২৫ জুলাই ২৬ ২০:০০:৫৬
সূচকের পতন হলেও জুতা-জামার শেয়ারে উত্থান 

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্যচুক্তির জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ল পোশাক এবং জুতা কোম্পানির শেয়ারের দর। দিনভর ঊর্ধ্বমুখী থেকেছে সামুদ্রিক খাবার কোম্পানিগুলির শেয়ার। ফলে, বাজার রক্তাক্ত হলেও মোটা টাকা লাভ করেছেন সংশ্লিষ্ট শেয়ারে বিনিয়োগকারীরা। সব মিলিয়ে তাঁদের মুনাফার অঙ্ক বৃদ্ধি পেয়েছে ১৭ শতাংশ।

ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্যচুক্তিতে পোশাক ও জুতা শিল্পজাত পণ্য এবং সামুদ্রিক খাবারের ক্ষেত্রে শুল্কের পরিমাণ ১৬ শতাংশ থেকে ধীরে ধীরে কমিয়ে শূন্যে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও তার প্রভাবে বম্বে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পতন ঠেকানো যায়নি। শুক্রবার (২৫ জুলাই) বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক ৭২১.০৮ এবং ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি ৫০ সূচক ২২৫.১০ পয়েন্টের পতন হয়েছে।

সপ্তাহের শেষদিন লেনদেন শেষে সেনসেক্স দাঁড়িয়েছে ৮১,৪৬৩ পয়েন্টে। নিফটি সূচক দাঁড়িয়েছে ২৪,৮৩৭ পয়েন্টে।

শুক্রবার (২৫ জুলাই) বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) প্রায় নয় শতাংশ বেড়ে জুতা নির্মাণকারী মির্জা ইন্টারন্যাশনালের শেয়ার পৌঁছে যায় ৩৫.৮০ টাকায়। চামড়া শিল্প সংস্থা সুপার হাউস লিমিটেডের শেয়ারের দর বেড়েছে প্রায় ৪ শতাংশ। বর্তমানে এই কোম্পানির স্টক দাঁড়িয়েছে ১৭৬.৫৫ টাকায়। একই ভাবে একেআই ইন্ডিয়ার শেয়ারের দাম প্রায় পাঁচ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। এর স্টকগুলি কিনতে খরচ হবে ১২.৫৭ টাকা।

ভারতের নামী জুতা নির্মাণকারী সংস্থাগুলির মধ্যে মেট্রো ব্র্যান্ডসের শেয়ারের দাম বেড়েছে ১.২৬ শতাংশ। ফলে সপ্তাহের শেষ লেনদেনের দিনে ১৫.২০ টাকা বেড়ে এর প্রতিটি স্টক পৌঁছোয় ১২২১ টাকায়। জুতা ও চামড়াশিল্প কোম্পানিগুলির মধ্যে বাটা ইন্ডিয়া এবং খাদিম ইন্ডিয়ার স্টকের সূচক অবশ্য ছিল নিম্নমুখী। এই দুই সংস্থার শেয়ারের দাম কমেছে যথাক্রমে ০.৫৯ শতাংশ এবং ৪.৫৮ শতাংশ। এ দিন ১২০৪ টাকা ও ২৭৭ টাকায় পৌঁছে দৌড় থামায় বাটা এবং খাদিম ইন্ডিয়ার স্টক।

এর পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তির প্রভাবে শুক্রবার দিনভর ঊর্ধ্বমুখী ছিল ফিলাটেক্স এবং টিসিএনএস ক্লোদিংয়ের শেয়ার। ফিলাটেক্সের স্টকের দর বৃদ্ধি পায় প্রায় তিন শতাংশ। দিনের মধ্যে এর সর্বোচ্চ দাম ওঠে সাড়ে ৬৩ টাকা। তবে বাজার বন্ধের সময়ে সূচক কিছুটা নেমে থেমে যায় ৫৯ টাকায়। সামুদ্রিক খাবারের সঙ্গে যুক্ত অ্যাপেক্স ফ্রোজ়েন ফুড্‌স লিমিটেডের দাম বেড়েছে প্রায় দু’শতাংশ। ফলে এর স্টক দাঁড়িয়ে আছে ২৪৭.৯০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে