ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

শুল্ক যুদ্ধে মার্কিন শেয়ারবাজারে ১.১০ লাখ কোটি ডলার নাই

২০২৫ আগস্ট ০৩ ০৮:৪৪:৪৮
শুল্ক যুদ্ধে মার্কিন শেয়ারবাজারে ১.১০ লাখ কোটি ডলার নাই

অর্থ বাণিজ্য ডেস্ক : শুল্ক-যুদ্ধের ঘোষণায় ওয়াল স্ট্রিটের শেয়ারবাজারে নামল ধস, মার্কিন বিনিয়োগকারীদের মাথায় হাত। আগস্টের প্রথম দিনেই নাই হয়ে গেছে ১.১ লক্ষ কোটি ডলার। খুব দ্রুত এই অবস্থার বদল হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আর্থিক বিশ্লেষকেরা। ফলে শুল্ক নিয়ে একগুঁয়েমির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আরও হ্রাস পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১ আগস্ট) শেয়ারবাজারে লেনদেন শেষে সূচক ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ কমেছে ১.৩ শতাংশ। এছাড়া এসঅ্যান্ডপি-৫০০ এবং নাসডাক কম্পোজ়িটে ১.৬ এবং ২.২৪ শতাংশের পতন দেখা গেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, দিনের মধ্যে কখনওই লাল রঙের সীমা পেরোতে পারেনি কোনও সূচক।

মার্কিন ব্রোকারেজ় ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল এবং মে মাসের পর এক দিনে সর্বাধিক পতন হয়েছে দু’টি শেয়ার সূচকের। সেগুলির নাম নাসডাক এব‌ং এসঅ্যান্ডপি-৫০০। অন্যদিকে, শেষ এক মাসের নিরিখে শুক্রবার সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছে ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ।

শেয়ারবাজারে ধস নামার পাশাপাশি মার্কিন প্রশাসনের রক্তচাপ বাড়িয়েছে আরও একটি বিষয়। সেটা হল দুর্বল কর্মসংস্থান। ১ আগস্ট এই সংক্রান্ত চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করে আমেরিকার শ্রম পরিসংখ্যান ব্যুরো। সেখানে বলা হয়েছে, এ বছরে জুলাইয়ে নতুন চাকরি পেয়েছেন মাত্র ৭৩ হাজার জন। গত মাসে এক লক্ষ কর্মসংস্থান হবে বলে আশাবাদী ছিল যুক্তরাষ্ট্রের সরকার। চাকরির বাজারের মন্দা সেখানকার অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে।

তাতেও অবশ্য কোনও রকমের তোয়াক্কা নেই প্রেসিডেন্ট ট্রাম্পের। জুলাইয়ের শেষে ৬৮টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের উপর ১০ থেকে ৪১ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপ করেন তিনি। ৭ অগস্ট থেকে সেই নিয়ম কার্যকর করা হবে বলে ঘোষণা করেছে ওয়াশিংটন। ওয়াল স্ট্রিটে ধসের একে অন্যতম বড় কারণ বলে মনে করা হচ্ছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে