ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

মৌলভিত্তি কোম্পানির হাত ধরে শেয়ারবাজারে বড় উত্থান

২০২৫ আগস্ট ০৩ ১৯:৪২:০৫
মৌলভিত্তি কোম্পানির হাত ধরে শেয়ারবাজারে বড় উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (০৩ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৩ পয়েন্ট বেড়েছে। এই উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে মৌলভিত্তি সম্পন্ন হিসেবে সুপরিচিত কিছু কোম্পানি। যারমধ্যে সবার উপরে রয়েছে গ্রামীণফোন।

ডিএসইর আজকের উত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে গ্রামীণফোন। রবিবার এই কোম্পানির উত্থান হয়েছে ১.৭৬ শতাংশ। বড় মূলধনী এই কোম্পানির আজকের উত্থানে সূচক বেড়েছে ৯.৬৭ পয়েন্ট। আর রবি আজিয়াটার ৩.২৭ শতাংশ দর বৃদ্ধিতে সূচক বেড়েছে ৬.১৪ পয়েন্ট।

এছাড়া ইসলামী ব্যাংকের কারনে ৫.৪৫ পয়েন্ট, ইউনাইটেড পাওয়ারের কারনে ৪.৮৩ পয়েন্ট ও বাংলাদেশ সাবমেরিনের কারনে ৩.৩১ পয়েন্ট বেড়েছে।

অপরদিকে আজ সূচকে সবচেয়ে বেশি নেতিবাচক ভূমিকা রেখেছে কয়েকটি ব্যাংক। অন্যথায় আজ সূচক আরও বেশি বাড়তো।

রবিবার সূচকে নেতিবাচক ভূমিকা রাখা শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে রয়েছে ৪টি ব্যাংক। এরমধ্যে প্রথম ৩টিই ব্যাংক।

এদিন ডিএসইর সূচকে সবচেয়ে বেশি নেতিবাচক ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক। এ ব্যাংকটির দর পতনে সূচক কমেছে ২.০৭ পয়েন্ট। এছাড়া প্রাইম ব্যাংকের কারনে ১.০৬ পয়েন্ট ও সিটি ব্যাংকের কারনে ০.৫৯ পয়েন্ট কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে