ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

মার্জিন রুলসের খসড়া অনুমোদন

২০২৫ আগস্ট ১২ ২০:২১:৩৭
মার্জিন রুলসের খসড়া অনুমোদন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে আসতে চাওয়া বিভিন্ন কোম্পানির প্রসপেক্টাস যাচাই করে ঠুনকো ইস্যুতেও স্টক এক্সচেঞ্জগুলো প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আটকাতে মতামত দিয়ে থাকে। অথচ সেই স্টক এক্সচেঞ্জই তালিকাভুক্ত হওয়ার আবেদনে মৌলিক বিষয় পরিপালন করেনি। যে কারনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হওয়ার জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১২ আগস্ট) ৯৬৭ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির পরিচালক ও মূখপাত্র আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশসমূহ বিবেচনায় নিয়ে এবং বিনিয়োগকারীদের বিনিয়োগের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ এর খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া Margin Rules, 1999 রহিত করার জন্য Margin (Repeal) Rules, 2025 এর খসড়াও সভায় অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মার্জিন ঋণ অর্থায়নকারী হিসেবে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার উভয়ের জন্যই খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’ প্রযোজ্য হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খসড়া আইনে শুধুমাত্র ইক্যুইটি সিকিউরিটিতে মার্জিন অর্থায়নের জন্য প্রযোজ্য হবে। খসড়া বিধিমালা বিষয়ে জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে