ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

আজও শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উত্থান

২০২৫ আগস্ট ১৮ ১৪:৫৪:১৭
আজও শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দুই কার্যদিবসের মতো সোমবারও (১৮ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। এছাড়া বেড়েছে লেনদেনের পরিমাণও।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪২০ পয়েন্টে। যা রবিবার ৫১ পয়েন্ট ও বৃহস্পতিবার ৩৬ পয়েন্ট বেড়েছিল। এর আগের ৭ কার্যদিবসের টানা পতনে ২২২ পয়েন্ট কমেছিল।

সোমবার ডিএসইতে ৯৭৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮০১ কোটি ৭১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৭৪ কোটি ১৫ লাখ টাকার বা ২২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৪২ টি বা ৬০.৫০ শতাংশের। আর দর কমেছে ৯৪ টি বা ২৩.৫০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৪ টি বা ১৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৮ টির, কমেছে ৫৪ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫১৫৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে