ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

হাজার কোটির নিচে ডিএসইর লেনদেন

২০২৫ আগস্ট ২০ ১৪:৪৪:৫৪
হাজার কোটির নিচে ডিএসইর লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (১৯ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছিল। তবে একদিনের ব্যবধানে বুধবার (২০ আগস্ট) সেখান থেকে নিচে নেমে এসেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৭৯ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৯ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৯৫৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৩৭ কোটি ৫৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৮৩ কোটি ৭৪ লাখ টাকার বা ৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৪ টি বা ৩১.১৬ শতাংশের। আর দর কমেছে ২২৩ টি বা ৫৬.০৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫১ টি বা ১২.৮১ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯১ টির, কমেছে ১১২ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০৮৫ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে