ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

সমতা লেদারের ভূয়া মজুদ পণ্য

২০২৫ আগস্ট ২৬ ০৯:২৫:৪৬
সমতা লেদারের ভূয়া মজুদ পণ্য

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদার ব্যবসায় খুবই দূর্বল কোম্পানি। কোনভাবে টিকে আছে। তবে কোম্পানিটির শেয়ার নিয়ে হয় কারসাজি। স্বল্পমূলধনী কোম্পানি হওয়ায় যা সহজে করা যায়। অথচ এ কোম্পানির আর্থিক হিসাব নিয়ে নিরীক্ষক অসঙ্গতি তুলে ধরেছে।

নিরীক্ষক জানিয়েছেন, সর্বশেষ প্রকাশিত ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাবে ১ কোটি ৩৮ লাখ টাকার মজুদ পণ্য ছিল বলে তথ্য প্রকাশ করা হয়। তবে কোম্পানি কর্তৃপক্ষ নিরীক্ষককে এ বিষয়ে শুধুমাত্র ইনভেন্টরি সার্টিফিকেট দিয়েছে। যাতে কোম্পানিটির মজুদ পণ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরীক্ষক।

এই কোম্পানি কর্তৃপক্ষ গ্রাহকের থেকে পাওনা টাকার বিপরীতে আইএফআইআরএস ৯ অনুযায়ি, ক্রেডিট লোকসান হিসেবে সঞ্চিতি গঠন করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক। যারা শ্রম আইন অনুযায়ি, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড গঠন করেনি। এছাড়া আইএএস-১৬ অনুযায়ি সম্পদ পূণ:মূল্যায়ন করেনি।

অথচ এমন একটি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে। এর মাধ্যমে শেয়ারটি অনেক মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির থেকে বেশিতে উঠে গেছে। যার পেছনে কোন যৌক্তিকতা খুজে পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এজন্য কোম্পানিটিতে বিনিয়োগ করে প্রতারিত হওয়া থেকে রক্ষা করতে বিনিয়োগকারীদের সচেতন করার জন্য তথ্য প্রকাশ করেছে।

উল্লেখ্য, সমতা লেদারের গত ২৭ জুলাই শেয়ার দর ছিল ৬৮.৫০ টাকায়। যা ২৪ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ১১৩.০০ টাকায়। অর্থাৎ ১ মাসে শেয়ারটির দর বেড়েছে ৪৪.৫০ টাকা বা ৬৫ শতাংশ।

এমন উত্থানের পেছনে কোন যৌক্তিকতা খুজে পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে