ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয় ৩.৫ বিলিয়ন ডলার ছাড়াল

২০২৬ জানুয়ারি ০৬ ২০:৩০:৪৫
কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয় ৩.৫ বিলিয়ন ডলার ছাড়াল

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও ২২ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (০৬ জানুয়ারি) ১২২ টাকা ৩০ পয়সা দরে ১৪ ব্যাংক থেকে এই ডলার কিনেছে। এ নিয়ে চলতি অর্থবছরে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডলার ক্রয় ৩.৫ বিলিয়ন বা ৩৫৪ কোটি ডলার ছাড়াল। প্রবাসী আয় বা রেমিট্যান্স উল্লম্ফনের ফলে বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে ডলার কিনছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত ক‌রে‌ছেন।

বাংলাদেশ ব্যাংক জানায়, শুধু জানুয়ারির ৬ দিনে বাংলাদেশ ব্যাংক ৪১ কোটি ডলার কিনেছে। আর সব মিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫৪৬ মিলিয়ন বা ৩ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

এদিকে এ মাসে অর্থাৎ ১ থেকে ৫ জানুয়ারি সময়ে দেশে ৬০ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৪০ কোটি ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৫ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৮৭ কোটি ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৪১৭ কোটি ডলার। ফলে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তিতে আছে।

২০২৫ সালের শেষ মাস ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ বেশি শক্তিশালী অবস্থায় ছিল। ওই মাসে প্রবাসীরা দেশে ৩২৩ কোটি ডলার পাঠিয়েছেন। একক মাস হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে ২০২৫ সালের মার্চে ইতিহাসের সর্বোচ্চ ৩২৯ কোটি ৫৬ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে