ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

এবার বন্ডে ১৫০০ কোটি টাকা তুলতে চায় বেক্সিমকো

২০২৪ মার্চ ১১ ০৯:৫৮:৩৫
এবার বন্ডে ১৫০০ কোটি টাকা তুলতে চায় বেক্সিমকো

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার থেকে সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করে বেক্সিমকো। যা নেওয়ার আগে কোম্পানিটির মুনাফায় চমক দেখা যায়। তবে টাকা সংগ্রহের পরে মুনাফা কমতে কমতে তলানিতে চলে এসেছে। সেই কোম্পানিটি এখন জিরো কূপন বন্ড ইস্যুর মাধ্যমে ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করতে চায়।

দেড় হাজার কোটি টাকা উত্তোলনের মাধ্যমে ঋণ পরিশোধ ও শ্রীপুর টাউনশিপ লিমিটেডে জয়েন্ট ভেঞ্চারে বিনিয়োগ করতে চায় বেক্সিমকো। এ বিষয়ে গত ১০ মার্চ কোম্পানিটির পর্ষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথমার্ধে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ৭.৩৫ টাকা। এতে করে ইপিএস কমেছে ৭.৩২ টাকা বা ৯৯.৫৯ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৩) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮২ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ৩.৬০ টাকা। এতে করে ইপিএস কমেছে ২.৭৮ টাকা বা ৭৭ শতাংশ।

এর আগে কোম্পানিটির ১ম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৩) ইপিএস হয় (০.৭৯) টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ৩.৮৩ টাকা। এতে করে ইপিএস কমে ৪.৬২ টাকা বা ১২০ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৩.৯৮ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে