ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

২০২৩ জুলাই ২৫ ০৮:০৫:১১
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

সোমবার (২৪ জুলাই) অর্থ বাণিজ্য পত্রিকায়‘মাস্টার ফিডের শেয়ারহোল্ডারের টাকা-শেয়ার আত্মসাতের চেষ্টায় ফার্স্ট ক্যাপিটালের সিইও’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সিইও মুহাম্মদ কাউসার আল মামুন। তিনি প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন।

তার দাবি, তিনি অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএমএমএলসিও) হিসেবে প্রাথমকি তদন্তে যেসব প্রকাশ পেয়েছে, তা বিএসইসি ও ডিএসইতে চিঠি দিয়েছেন। এক্ষেত্রে কোনো বিনিয়োগকারী বা গ্রাহকের টাকা বা শেয়ার আত্মসাতের প্রশ্নই উঠে না।

প্রতিবেদকের বক্তব্য : ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) মোঃ কাউসার আল মামুনের বিরুদ্ধে শেয়ারবাজারে তালিকাভুক্ত মাষ্টার ফিড এগ্রোটেক এর প্রয়াত পরিচালক রফিকুল আলম এর স্ত্রী উম্মে হাবিবা ইয়াসমিন শেয়ার ও টাকা আত্মসাতের চেষ্টা করার অভিযোগ তুলেছেন। এ নিয়ে তিনি প্রতিকার চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছেন। যার আলোকে অর্থ বাণিজ্যে সংবাদ প্রকাশ করা হয়েছে। যে সংবাদে প্রতিবেদকের নিজস্ব কোন বক্তব্য নেই। পুরোটাই অভিযোগকারীর চিঠি থেকে নেওয়া।

তারপরেও উম্মে হাবিবার অভিযোগের সত্যতা জানতে অর্থ বাণিজ্য থেকে ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) মোঃ কাউসার আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি কোন মন্তব্য করবেন না বলে জানান। যা বলার বিএসইসি ও ডিএসইকে জানিয়েছেন বলে জানান। একইসঙ্গে উনারা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেবেন বলেও জানান।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে