ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

এএএমসিএমএফ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত

শেয়ারবাজারের উন্নয়নে বাণিজ্য প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

২০২৪ মার্চ ১৪ ১৮:০১:২১
শেয়ারবাজারের উন্নয়নে বাণিজ্য প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন শেয়ারবাজারের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও মিউচুয়াল ফান্ড খাতের সংগঠন এসোসিয়েশন অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস (এএএমসিএমএফ) এর প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এএএমসিএমএফ-এর একদল প্রতিনিধি সংগঠনের প্রেসিডেন্ট ড. হাসান ইমামের নেতৃত্বে বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এএএমসিএমএফ-এর প্রতিনিধিরা।

এ সময় এএএমসিএমএফ-এর প্রেসিডেন্ট শেয়ারবাজারের পরিস্থিতি তুলে ধরেন এবং বাজারের উন্নয়ন ও অগ্রগতিতে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ভূমিকার কথা প্রতিমন্ত্রীকে অবহিত করেন। একইসঙ্গে বাজারের উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন।

এ সময় বানিজ্য প্রতিমন্ত্রী শেয়ারবাজারের উন্নয়নে তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাতে অন্যান্যদের মধ্যে এএএমসিএমএফ-এর ভাইস প্রেসিডেন্ট ওয়াকার আহমদ চৌধুরীসহ মনিজা চৌধুরী ও সাবিরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে