ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মুনাফা হয়েছে ৭৬১ কোটি টাকা

ব্র্যাক ব্যাংক দেবে ১৬১ কোটি টাকার নগদ লভ্যাংশ

২০২৪ এপ্রিল ০৩ ০৯:৪০:৫৫
ব্র্যাক ব্যাংক দেবে ১৬১ কোটি টাকার নগদ লভ্যাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মৌলভিত্তি সম্পন্ন ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য প্রায় ১৬১ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া সমপরিমাণ বোনাস শেয়ার দেবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ি, ব্র্যাক ব্যাংক থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ হারে শেয়ারপ্রতি ১ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এতে করে কোম্পানিটি থেকে ২০২৩ সালের ব্যবসায় মোট ১৬০ কোটি ৮৮ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। এছাড়া একই পরিমাণ বোনাস লভ্যাংশ দেওয়া হবে।

এ কোম্পানিটির ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৪.৭৩ টাকা হিসেবে ৭৬০ কোটি ৯৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১৬০ কোটি ৮৮ লাখ টাকার বা ২১% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। বাকি ৬০০ কোটি ১০ লাখ টাকা বা ৭৯% ব্যাংকে রেখে দেওয়া হবে। এরমধ্যে ১৬০ কোটি ৮৮ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে এবং বাকি ৪৩৯ কোটি ২২ লাখ টাকা সংরক্ষিত আয়ে (রিটেইন আর্নিংস) যোগ হবে।

এর আগের বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৪.০২ টাকা করে মোট ৬০১ কোটি ৪০ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৭.৫০% নগদ ও ৭.৫০% বোনাস লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ব্র্যাক ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৬০৮ কোটি ৮৩ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫৩.৭৬ শতাংশ। ব্যাংকটির শেয়ার দর রয়েছে ৩৯.৬০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে