ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

শেয়ারবাজারে পতন

২০২৪ মে ০৮ ১৬:৩৪:৩১
শেয়ারবাজারে পতন

বুধবার (৮ মে) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনর পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬৯০ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১.৭৩ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৮৬৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১১০৮ কোটি ৩৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৩৮ কোটি ৭৫ লাখ টাকার বা ২১.৫৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৪ টি বা ২৩.৬৭ শতাংশের। আর দর কমেছে ২৫৩ টি বা ৬৩.৭২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫০ টি বা ১২.৫৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১১৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১ টির, কমেছে ১৪৮ টির এবং পরিবর্তন হয়নি ৩০ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৩.৩৫ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬৩১৩ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে