ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রিপাবলিক ইন্স্যুরেন্সে বীমা আইনের ব্যত্যয়

২০২৪ মে ২৩ ১০:২৫:৫৫
রিপাবলিক ইন্স্যুরেন্সে বীমা আইনের ব্যত্যয়

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানিতে বীমা আইনের ব্যত্যয় পেয়েছে নিরীক্ষক। কোম্পানিটির ২০২৩ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক। এছাড়া এফডিআর ও ব্যাংক হিসাব নিয়ে পুরো সত্যতা পায়নি নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, বীমা আইন ২০১০ অনুযায়ি সাধারন বীমা কোম্পানিতে উদ্যোক্তা ও পরিচালকদের পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ শেয়ার ধারন করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু রিপাবলিক ইন্স্যুরেন্সে এই শেয়ার ধারন মাত্র ৪০.৪৩ শতাংশ।

এই কোম্পানিটির জন্য ২০০৮ সালে শেয়ারবাজার থেকে ৯ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে পরিশোধিত মূলধন ১৫ কোটিতে উন্নিত করা হয়। এরপরে নিয়মিত বোনাস শেয়ার দিয়ে ৫২ কোটি ১০ লাখে বাড়ানো হয়েছে।

এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের বর্তমানে মালিকানা ৫৯.৫২ শতাংশ। কোম্পানিটির বুধবার (২২ মে) শেয়ার দর দাঁড়িয়েছে ৩৪.৫০ টাকায়।

নিরীক্ষক জানিয়েছে, বীমা কোম্পানিটির আর্থিক হিসাবে যে পরিমাণ এফডিআর ও ব্যাংকে অর্থ থাকার হিসাব তুলে ধরা হয়েছে, তারমধ্যে কিছু অংশের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে