ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

দশ কোম্পানির লভ্যাংশ বিতরণ

২০২৪ জুন ০৪ ১৪:২২:৪৮
দশ কোম্পানির লভ্যাংশ বিতরণ

অর্থ বাণিজ্য প্রতিবেদক :শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির ২০২২-২৩ অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- পাওয়ার গ্রীড, শাইনপুকুর সিরামিক, এএমসিএল প্রাণ, কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যমুনা অয়েল, ইস্টার্ণ লুব্রিকেন্ট, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো, ডেসকো ও কে অ্যান্ড কিউ।

এরমধ্যে ২০২২-২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। এছাড়া এএমসিএল প্রাণের পরিচালনা পর্ষদ ৩২ শতাংশ নগদ লভ্যাংশ, পাওয়ার গ্রীডের পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ, শাইন পুকুর সিরামিকের পরিচালনা পর্ষদ ৩ শতাংশ নগদ লভ্যাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিচালনা পর্ষদ ২০ শতাংশ নগদ লভ্যাংশ, যমুনা অয়েলের পরিচালনা পর্ষদ ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ, ইস্টার্ণ লুব্রিকেন্টয়ের পরিচালনা পর্ষদ ৬০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রোর পরিচালনা পর্ষদ ১ শতাংশ নগদ লভ্যাংশ, ডেসকোর পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং কে অ্যান্ড কিউয়ের পরিচালনা পর্ষদ ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

যা কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়। এরপরে লভ্যাংশ বিতরণ করল কোম্পানিগুলো।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে