ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

চার সপ্তাহে বিনিয়োগকারীরা হারালো ৬৫ হাজার কোটি টাকা

২০২৪ জুন ০৮ ০৮:৪৩:৪২
চার সপ্তাহে বিনিয়োগকারীরা হারালো ৬৫ হাজার কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজার গত সপ্তাহেও (০২-০৬ জুন) পতন হয়েছে। যাতে করে গত সপ্তাহে বিনিয়োগকারীরা হারিয়েছে ২ হাজার ৪৪৪ কোটি টাকা। যার পরিমাণ এর আগের ৩ সপ্তাহে ছিল ৬২ হাজার ৩২৭ কোটি টাকা। যাতে গত ৪ সপ্তাহে বিনিয়োগকারীরা হারিয়েছে ৬৪ হাজার ৭৭১ কোটি টাকা।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৪৮ হাজার ৯২২ কোটি টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৪৭৮ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২ হাজার ৪৪৪ কোটি টাকার।

এর আগের ৩ সপ্তাহে বিনিয়োগকারীরা হারিয়েছে ৬২ হাজার ৩২৭ কোটি টাকা। যাতে গত ৩ সপ্তাহে বিনিয়োগকারীরা হারিয়েছে ৬৪ হাজার ৭৭১ কোটি টাকা।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২৫৮ কোটি ৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৫০ কোটি ৭৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩০৭ কোটি ২৮ লাখ টাকার বা ১৬ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বা ০.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২৩৭ পয়েন্টে। যা এর আগের ৩ সপ্তাহে কমেছিল ৪০৯ পয়েন্ট। এমন পতনে সূচকটি ৩ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। গত সপ্তাহে অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বা ০.৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮৫৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৭ টির বা ৪২.৪৯ শতাংশের, কমেছে ২০৪ টির বা ৫১.৯১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির বা ৫.৬০ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ১৯ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৫ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৯৪৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৬ টির দর বেড়েছে, ১৬০ টির দর কমেছে এবং ২৯ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে