ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

সূচক নামল ৩৮ মাসের মধ্যে সর্বনিম্নে

২০২৪ জুন ০৯ ১৫:১৯:৪৯
সূচক নামল ৩৮ মাসের মধ্যে সর্বনিম্নে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচক পতনে রয়েছে। এক্ষেত্রে লেনদেনও কমছে। এরমধ্যে রবিবারও (৯ জুন) দেশের শেয়ারবাজারে পতন হয়েছে। এমন পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক গত ৩ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমেছে।

শেয়ারবাজারের এমন পতনে দিশেহারা বিনিয়োগকারীরা। যারা চোখেমূখে অন্ধকার দেখছেন। এমন পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার ছাড়তে শুরু করেছেন। নিয়মিত সিকিউরিটিজ শুন্য হচ্ছে বিনিয়োগকারীদের হাজার হাজার পোর্টফোলিও।

আজকের পতনে ডিএসইএক্স সূচকটি ২০২১ সালের ৫ এপ্রিলের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে। অর্থাৎ আজকের সূচকটি বিগত ৩ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০২১ সালের ৪ এপ্রিল সূচকটি আজকের তুলনায় কম ছিল। ওইদিন ডিএসইএক্স ছিল ৫০৮৯ পয়েন্টে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৭১ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১২.৯৫ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৩৫৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৪২ কোটি ৬০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৮৪ কোটি ৭০ লাখ টাকার বা ৩৪.০৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৩ টি বা ৮.৪১ শতাংশের। আর দর কমেছে ৩৪০ টি বা ৮৬.৭৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৯ টি বা ৪.৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১০৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৪ টির, কমেছে ১৫১ টির এবং পরিবর্তন হয়নি ৩২ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৬.৩৬ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪৮৪০ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে