ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

মিরাকল ইন্ডাস্ট্রিজের মজুদ পণ্য ও নগদ অর্থের সত্যতা নেই

২০২৪ জুন ২৩ ০৭:৪৪:২৪
মিরাকল ইন্ডাস্ট্রিজের মজুদ পণ্য ও নগদ অর্থের সত্যতা নেই

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজের একসঙ্গে সর্বশেষ ৩ অর্থবছরের (২০২০-২০২৩) আর্থিক হিসাব প্রকাশ করা হয়। এরমধ্যে২০২২-২৩ অর্থবছরের ন্যায় ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাবেও নিরীক্ষক আপত্তিকর মন্তব্য করেছে।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির আর্থিক হিসাবে ২০২২ সালের ৩০ জুন দেখানো মজুদ পণ্যের অস্তিত্ব ও সঠিক মূল্য নিয়ে তারা নিশ্চিত না। কারন তাদেরকে দেরিতে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া একই কারনে নগদ অর্থের সত্যতা যাচাই করতে পারেননি বলে জানিয়েছেন নিরীক্ষক।

এই কোম্পানি কর্তৃপক্ষ ২০২২ সালের ৩০ জুন ২ কোটি ৬৮ লাখ টাকার মজুদ পণ্য ও ২০ লাখ টাকা নগদ অর্থ ছিল বলে আর্থিক হিসাবে দেখিয়েছে।

উল্লেখ্য, ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মিরাকল ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৫ কোটি ২২ লাখ টাকা। এরমধ্যে ৬৯.৭৪ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। শনিবার (২২ জুন) এ কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩০.৫০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে