ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

শেয়ারবাজারে উত্থান

২০২৪ জুন ২৫ ১৫:০৯:৪৯
শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (২৫ জুন) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।সিএসইতে মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৪১.৮৩ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২৬.৯৫ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৫২৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৭৯ কোটি ৮৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৪ কোটি ৭০ লাখ টাকার বা ৯.৩১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭১ টি বা ৪৩.৪০ শতাংশের। আর দর কমেছে ১৬২ টি বা ৪১.১১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬১ টি বা ১৫.৪৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৪৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০ টির, কমেছে ৯৬ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১১.০২ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪৮৩৭.১৭ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে