ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

স্বৈরশাসকের দোসর সালমানের ৪ কোম্পানির ধস

২০২৪ আগস্ট ০৬ ১৬:২৮:৪৯
স্বৈরশাসকের দোসর সালমানের ৪ কোম্পানির ধস

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেখ হাসিনার সরকারের পতনের পর প্রথম কার্যদিবস মঙ্গলবার (৬ আগস্ট) দেশের শেয়ারবাজারে উল্লম্ফন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৮৩ শতাংশ প্রতিষ্ঠান। ১০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম একদিনে যতটা বাড়া সম্ভব, ততোটাই বেড়েছে। এমন বাজারে ক্রেতা সংকটে পড়ে স্বৈরশাসক শেখ হাসিনার দোসর সালমান এফ রহমানের মালিকানাধীন ৪ প্রতিষ্ঠান।

এই৪ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, শাইনপুকুর সিরামিক এবং বেক্সিমকো। এই ৪টি প্রতিষ্ঠানের কর্তৃত্ব রয়েছে সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের দখলে।

সালমান এফ রহমান শেয়ারবাজারের ব্যাপক সমালোচানার জন্ম দিয়েছেন। তার বিরুদ্ধে শেয়ারবাজার থেকে ব্যাপক লুটপাটের অভিযোগ রয়েছে। পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি।

সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেক্সিমকো ফার্ম, শাইনপুকুর সিরামক এবং আইএফআইসি ব্যাংকের শেয়ার দাম একদিনে যতটা কমা সম্ভব, ততোটাই কমেছে। আর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেঁধে দেয়া নিয়মের কারণে বেক্সিমকোর শেয়ার দাম কমার সুযোগ নেই। ফলে এ কোম্পানির শেয়ার দাম কমেনি। কিন্তু ক্রেতাও ছিলো না প্রতিষ্ঠানের শেয়ারের।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে