ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ডিএসইএক্স সূচক উত্থানে রেকর্ড

২০২৪ আগস্ট ০৮ ১৫:২৬:৩৯
ডিএসইএক্স সূচক উত্থানে রেকর্ড

অর্থ বাণিজ্য প্রতিবেদক : কোটা সংস্কারপন্থী ছাত্রদের আন্দোলনের মূখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বড় উত্থানে রয়েছে দেশের শেয়ারবাজার। যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৮ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক ডিএসইএক্স এর রেকর্ড উত্থান হয়ছে। এ সূচকটি আজকে একদিনের ব্যবধানে সর্বোচ্চ বেড়েছে।

বৃহস্পতিবার প্রধান সূচক ডিএসইএক্স ৩০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৯২৫ পয়েন্টে। একদিনের ব্যবধানে ডিএসইএক্স সূচকটির সর্বোচ্চ উত্থান এটি। যে সূচকটি ২০১৩ সালের ২৮ জানুয়ারি যাত্রা শুরু হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পরে গত ৩ কার্যদিবসে ডিএসইএক্স সূচক বেড়েছে ৬৯৫ পয়েন্ট। এরমধ্যে বৃহস্পতিবার ৩০৬ পয়েন্ট, বুধবার ১৯২ পয়েন্ট ও মঙ্গলবার ১৯৭ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬০৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৮৩০ কোটি ৯১ লাখ বা ১০৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৬৪ টি বা ৯১.৪৬ শতাংশের। আর দর কমেছে ২৭ টি বা ৬.৭৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭ টি বা ১.৭৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ২২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৮৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৪৪ টির, কমেছে ৩১ টির এবং পরিবর্তন হয়নি ১০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৬২ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৬৮০০ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে