ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ

২০২৪ আগস্ট ১০ ২২:৩৯:৫৩
বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেছেন। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরে ওই সরকারের সময়ে নিয়োগ পাওয়া অন্যসব প্রতিষ্ঠানের প্রধানদের ন্যায় শিবলী রুবাইয়াতও এ সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম অর্থ বাণিজ্যকে বলেন, আজ (শনিবার) পদত্যাগ করেছি। এলক্ষ্যে পদত্যাগপত্রজমা দিয়েছি।

করোনা মহামারির কারনে শেয়ারবাজারে যখন ধস ঠেকানো যাচ্ছিল না, তখন শিবলী কমিশনকে নিয়োগ দেওয়া হয়। যারা দক্ষতার সঙ্গে সেই সময়ের সংকটকালীন সময় অতিক্রম করে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ এর ধারা ৫ ও ৬ এর বিধানাবলী প্রতিপালন করতে ২০২০ সালের ১৭ মে শিবলী রুবাইয়াতকে ৪ বছর মেয়াদের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। যার মেয়াদ শেষ হয় গত ১৬ মে। এরপরে তাকে আরও ৪ বছরের জন্য পূণ:নিয়োগ দেওয়া হয়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে