ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মঙ্গলবারও শেয়ারবাজারে পতন

২০২৪ আগস্ট ১৩ ১৫:২১:৫৬
মঙ্গলবারও শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : কোটা সংস্কারপন্থী ছাত্রদের আন্দোলনের মূখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে টানা বড় উত্থানে ছিল দেশের শেয়ারবাজার। এতে করে ৪ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক বেড়েছিল ৭৮৭ পয়েন্ট। তবে পরের দুই কার্যদিবস পতন হয়েছে।

মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮৬৮ পয়েন্টে। এর আগের দিন সোমবার কমেছিল ৮৪ পয়েন্ট। তবে শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী ৪ কার্যদিবসের মধ্যে গত রবিবার ৯১ পয়েন্ট, আগের সপ্তাহের বৃহস্পতিবার ৩০৬ পয়েন্ট, বুধবার ১৯২ পয়েন্ট ও মঙ্গলবার ১৯৮ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগের পরবর্তী ৪ কার্যদিবসে সূচক বেড়েছিল ৭৮৭ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ১৫ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ১৪৩ কোটি ২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১২৮ কোটি ১ লাখ বা ১১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৬ টি বা ২৬.৫৭ শতাংশের। আর দর কমেছে ২৬৯ টি বা ৬৭.৪২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৪ টি বা ৬.০২ শতাংশের।

অপরদিকে সিএসইতে সিএসইতে মঙ্গলবার ১৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮ টির, কমেছে ১৬৮ টির এবং পরিবর্তন হয়নি ১৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৮ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৭০০৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল ১৭১৫৭ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে