ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

পতন দিয়ে শেষ হলো সপ্তাহ

২০২৪ আগস্ট ১৫ ১৬:১৫:৫৪
পতন দিয়ে শেষ হলো সপ্তাহ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : কোটা সংস্কারপন্থী ছাত্রদের আন্দোলনের মূখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৪ কার্যদিবস বড় উত্থানে ছিল দেশের শেয়ারবাজার। ওই সময় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক বেড়েছিল ৭৮৭ পয়েন্ট। তবে এরপরে শেয়ারবাজার উত্থান-পতনে রয়েছে। এ ধারাবাহিকতায় সপ্তাহ শেষ হয়েছে পতনে।

বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৯০৩ পয়েন্টে। এর আগের দিন বেড়েছিল ৮৫ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৯৯৯ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ২৪৩ কোটি ৯৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৪৪ কোটি ৯৭ লাখ বা ২০ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯১ টি বা ২২.৮৬ শতাংশের। আর দর কমেছে ২৭৫ টি বা ৬৯.০৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩২ টি বা ৮.০৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে সিএসইতে বৃহস্পতিবার ১০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৫ টির, কমেছে ১৮০ টির এবং পরিবর্তন হয়নি ১২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১০ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৭০৩২ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল ১৭১৪২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে