ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

তিন লাখের বেশি বিওতে শেয়ার শুন্য

২০২৪ আগস্ট ২০ ০৯:২২:৫৩
তিন লাখের বেশি বিওতে শেয়ার শুন্য

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে এই মুহূর্তে ৩ লাখের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে কোন শেয়ার নেই। তবে গত ৩ কার্যদিবসে এ সংখ্যা কিছুটা কমেছে। আরকিছু বিও হিসাব বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে শুধুমাত্র আইপিওতে আবেদন করে এমন একটি শ্রেণী রয়েছে। যাদের একজনেরই নামে-বেনামে কয়েকটি বিও হিসাব। তারা মূলত আইপিওতে আবেদন করে। এতে শেয়ার পেয়ে তা বিক্রি করে দেয়। আবার আইপিওতে আবেদনের জন্য যখন প্রয়োজন পড়ে, তখন শেয়ার কিনে। অন্যথায় বিওতে শেয়ার রাখে না। এ কারনেই মূলত বেশ কিছু বিও সবসময়ই শেয়ার শুন্য থাকে।

জানা গেছে, ১৯ আগস্ট মোট বিও সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৭২ হাজার ৯৫৯টিতে। এরমধ্যে ১২ লাখ ৯৬ হাজার ৪৭১টি বিওতে শেয়ার আছে। এছাড়া ৩ লাখ ১২ হাজার ২৭৯টি বিওতে শেয়ার নেই। যেগুলোতে একসময় শেয়ার ছিল। আর ৬৪ হাজার ২০৯টি বিও হিসাব কখনো ব্যবহার বা ওইসব বিওতে কখনো বিনিয়োগ করা হয়নি।

দেখা গেছে, গত ১৪ আগস্ট শেয়ার শুন্য বিও হিসাব ছিল ৩ লাখ ১৪ হাজার ১৭৬টি। যা ১৯ আগস্ট দিন শেষে দাঁড়িয়েছে ৩ লাখ ১২ হাজার ২৭৯টিতে। অর্থাৎ গত ৪ দিনে ১ হাজার ৮৯৭টি বিও হিসাবে শেয়ার কেনা হয়েছে।

এদিকে গত ৪ দিনে বিও সংখ্যা বেড়েছে ১৬৬টি। এই বিও হিসাব গত ১৪ আগস্ট ছিল ১৬ লাখ ৭২ হাজার ৭৯৩টি। যা ১৯ আগস্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৭২ হাজার ৯৫৯টিতে।

বর্তমানে মোট বিও হিসাবের মধ্যে পুরুষদের নামে বিও ১২ লাখ ৫২ হাজার ৯২৪টি। আর মহিলাদের নামে ৪ লাখ ২ হাজার ৮২৩টি। এছাড়া কোম্পানির নামে বিও সংখ্যা ১৭ হাজার ২১২টি। এসবের মধ্যে প্রবাসীদের বিও সংখ্যা ৪৭ হাজার ৪১টি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে