ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সাবেক ছয় মন্ত্রী-এমপি ও তার পরিবারের সদস্যদের বিও জব্দ

২০২৪ আগস্ট ২৯ ২১:২৬:১৭
সাবেক ছয় মন্ত্রী-এমপি ও তার পরিবারের সদস্যদের বিও জব্দ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের ৬ মন্ত্রী ও সংসদ সদস্য (এমপি) এবং তাদের পরিবারের সদস্যদের বেনিফিসিয়িারি ওনার্স (বিও) হিসাব জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এক্ষেত্রে মোট ২০ জনের বিও হিসাব জব্দ করা হয়েছে। যাদের সবার এরইমধ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংক হিসাব জব্দ করেছে।

বৃহস্পতিবার(২৯ আগস্ট) বিএসইসি এই নির্দেশদিয়ে সিডিবিএলকে চিঠি দিয়েছে।

বিও হিসাব জব্দ করার তালিকায় সাবেক মন্ত্রী-এমপিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ। এদের পরিবারের সদস্যদেরও বিও হিসাব জব্দ করা হয়েছে।

এছাড়া আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুতফুল তাহমিনা খান, তার ছেলে সফি মুদাসসের খান ও মেয়ে শাফিয়া তাসনিম খান, হাছান মাহমুদের স্ত্রী নুরুন ফাতেমা হাসান ও তার মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদ, জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকা, মোহাম্মদ আলী আরাফাতের স্ত্রী শারমিন মুস্তারি, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুখমিলা জামান চৌধুরী, তার বোন রোকসানা জামান চৌধুরী, তার ভাই আনিসুজ্জামান চৌধুরী, তার মেয়ে জেবা জামান চৌধুরী ও তার আত্মীয় জারা জামান এবং সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের স্ত্রী উম্মে কুলসুম ও তার ছেলে সাম্মাম জুনাইদ ইফতির বিও হিসাব জব্দ করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, ওই ২০ জনের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগ সংক্রান্ত অনিয়ম ঘটতে পারে। যেহেতু তাদের বিষয়ে এরইমধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বিএফআইইউ ব্যাংক হিসাব জব্দ করেছে। এ অবস্থায় বিএসইসি তাদের বিও হিসাব জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে। যা কার্যকরে সিডিবিএলকে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বিও হিসাব থেকে অর্থ জমা করা যাবে, কিন্তু উত্তোলন করা যাবে না।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে