ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

বেস্ট হোল্ডিংসের চেয়ারম্যান আমিন আহমেদ জামিনে মুক্ত

২০২৪ সেপ্টেম্বর ০৮ ২২:০৫:৩৬
বেস্ট হোল্ডিংসের চেয়ারম্যান আমিন আহমেদ জামিনে মুক্ত

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ তারকা মানের হোটেল বেস্ট হোল্ডিংসের (লা মেরিডিয়ান) চেয়ারম্যান আলোচিত ব্যবসায়ী আমিন আহমেদ জামিনে মুক্ত হয়েছেন।

রবিবার (০৮ সেপ্টেম্বর) তিনি কারাগার থেকে ছাড়া পেয়েছেন।

এর আগে ১০ জুলাই জমির বিক্রয় মুল্য কম দেখিয়ে মানিলন্ডারিং-এ সহযোগীতার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন আমিন। কিন্তু ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেন।

ব্যবসায়ী আমিনের বিরুদ্ধে মামলা হয় গত বছরের অক্টোবরে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নুরুল হুদা বাদী হয়ে ওই মামলা করে।

মেট্রো গ্রুপের একটি সহযোগী কোম্পানি হিসেবে ২০০৬ সালে যাত্রা শুরু বেস্ট হোল্ডিংসের। এই কোম্পানির ব্যবসা রয়েছে নির্মাণ, রিয়েল এস্টেট, কৃষিভিত্তিক শিল্প, হসপিটালিটি, শিক্ষা ও বিজ্ঞাপনী বাজারে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে