ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

এবার সাপ্তাহিক শীর্ষ লুজারে অতিমূল্যায়িত কোম্পানির আধিপাত্য

২০২৩ সেপ্টেম্বর ১৫ ০৯:৫৫:৪৬
এবার সাপ্তাহিক শীর্ষ লুজারে অতিমূল্যায়িত কোম্পানির আধিপাত্য

গত সপ্তাহে (১০-১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে উঠে এসেছে ঝুঁকিতে থাকা কোম্পানিগুলো। যেগুলো যোগ্যতার তুলনায় অতিমূল্যায়িত হয়ে গিয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে সর্বোচ্চ দর কমেছে উৎপাদন বন্ধ থাকা লীগ্যাছি ফুটওয়্যারের। কোম্পানিটির শেয়ার দর ২১.৪৪ শতাংশ হ্রাসের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফু ওয়াং ফুডের ১৭.৬৮ শতাংশ, খান ব্রাদার্সের ১৫.৬৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ১০.৫৩ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১০.৩৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ১০.২৪ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ১০.১৭ শতাংশ, এমারেল্ড অয়েলের ৯.০২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৭.৮৭ শতাংশ ও ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৭.৪৮ শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে