ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারে লেনদেনের পরামর্শ : কড়া পদক্ষেপের পথে সেবি

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ২১:৪৬:১১
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারে লেনদেনের পরামর্শ : কড়া পদক্ষেপের পথে সেবি

অর্থ বাণিজ্য ডেস্ক : সকালে ডেটা অন করে দেখলেন অচেনা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে যুক্ত করা হয়েছে। মিলছে শেয়ার বাজারের লেনদেন সংক্রান্ত পরামর্শ। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সারদের বিনিয়োগ পরামর্শও এখন অপরিচিত ঘটনা নয়। এই সমস্ত অনুমোদনহীন আর্থিক পরামর্শের দৌরাত্ম্য বন্ধের উদ্দেশ্যে এবার কড়া পদক্ষেপ করতে চায় ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)।

হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জাতীয় পরামর্শ কিংবা গ্রুপ যাতে বন্ধ করা যায়, তার জন্য প্রয়োজনীয় ক্ষমতা চেয়ে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে সেবি। তদন্তের প্রয়োজনে ‘কল অ্যাক্সেস’ করার ক্ষমতাও চেয়েছে।

তথ্যপ্রযুক্তি আইনে এখন আয়কর দফতর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মতো কয়েকটি সরকারি সংস্থার হাতে এই ধরনের ক্ষমতা রয়েছে। সেবি সেই তালিকায় নেই। এবার সেই ক্ষমতা চাইছে তারাও।

সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, কোম্পানির ভিতরের খবর জেনে যারা বাজারে শেয়ার লেনদেনের পরামর্শ দেয়, তাদের বিরুদ্ধে এখন আরও কড়া হচ্ছে সেবি। পাশাপাশি, তাদের কাছে আসছে অসাধু উদ্দেশ্যে অনুমতিহীন কোম্পানির শেয়ার সংক্রান্ত পরামর্শের অভিযোগও। যেখানে পুঁজি হারিয়েছেন বহু বিনিয়োগকারী। সেবি মনে করে এই সমস্ত কার্যকলাপ বাজারের অস্থিরতা বাড়িয়ে তুলছে। সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণের এবং প্রয়োজনে সংশ্লিষ্ট বার্তা মুছে দেওয়ার কিংবা গ্রুপ বন্ধ করে দেওয়ার ক্ষমতা চেয়ে গত সপ্তাহে সরকারকে চিঠি দিয়েছে তারা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে