ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

এসআলম কোল্ড রোল্ডের ১৩ কার্যদিবসে ১৩৩% দর বৃদ্ধি

২০২৫ মার্চ ০৩ ০৯:৩৯:১৫
এসআলম কোল্ড রোল্ডের ১৩ কার্যদিবসে ১৩৩% দর বৃদ্ধি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এসআলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত।

জানা গেছে, এসআলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, এসআলম কোল্ড রোল্ড স্টিলের গত ১৩ ফেব্রুয়ারী শেয়ার দর ছিল ৯.৮০ টাকায়। যা ২ মার্চ লেনদেন শেষে দাঁড়িয়েছে ২২.৮০ টাকায়। অর্থাৎ ১১ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৩ টাকা বা ১৩৩ শতাংশ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে