ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে টানা ৫ কার্যদিবস পতন

২০২৫ মার্চ ০৪ ১৪:৩৩:০৮
শেয়ারবাজারে টানা ৫ কার্যদিবস পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের ৪ কার্যদিবসের ন্যায় মঙ্গলবারও (৪ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৯৪ পয়েন্টে। যা সোমবার ১৬ পয়েন্ট, রবিবার ১০ পয়েন্ট, বৃহস্পতিবার ৬ পয়েন্ট ও বুধবার ১৪ পয়েন্ট কমেছিল।

মঙ্গলবার ডিএসইতে ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৮১ কোটি ৭৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৩ কোটি ১৯ লাখ টাকার বা ১১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৫ টি বা ১৬.৪১ শতাংশের। আর দর কমেছে ২৬৭ টি বা ৬৭.৪২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৪ টি বা ১৬.১৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫১ টির, কমেছে ১৪৯ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫০২ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে