ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ডিএসইতে উত্থান, সিএসইতে পতন

২০২৫ মার্চ ০৬ ১৪:৩৯:৪২
ডিএসইতে উত্থান, সিএসইতে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচক পাশাপাশি কমেছে লেনদেনের পরিমান। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২০৪ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৩ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৫৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩১৮ কোটি ২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩৪ কোটি ৮৪ লাখ বা ১১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৯ টি বা ৩৫.২৭ শতাংশের। আর দর কমেছে ১৬৯ টি বা ৪২.৮৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৬ টি বা ২১.৮২ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩ টির, কমেছে ১১৫ টির এবং পরিবর্তন হয়নি ৪০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫০৩ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে