ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মঙ্গলবারও শেয়ারবাজারে বড় পতন

২০২৫ এপ্রিল ১৫ ১৪:৫১:১১
মঙ্গলবারও শেয়ারবাজারে বড় পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগেরদিনের ন্যায় মঙ্গলবারও (১৫ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৩২ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩৬ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৪৪৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪১৪ কোটি ৩২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩১ কোটি ৮১ লাখ টাকার বা ৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৮ টি বা ২৪.৬৯ শতাংশের। আর দর কমেছে ২৫৫ টি বা ৬৪.২৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৮ টি বা ১১.০৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৪ টির, কমেছে ১৩৫ টির এবং পরিবর্তন হয়নি ২২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩৭১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে