ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বিএসইসি চেয়ারম্যানের নজিরবিহীন ট্রেনিং যাত্রা

২০২৫ এপ্রিল ২৭ ১৫:১১:৪৬
বিএসইসি চেয়ারম্যানের নজিরবিহীন ট্রেনিং যাত্রা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের ইতিহাসে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) অফিসাররা, বিশেষ করে সর্বোচ্চ পরিচালক পর্যন্ত পদমর্যাদার অফিসাররা প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহনে বিভিন্ন দেশে যায়। নির্বাহি পরিচালকদের প্রশিক্ষণে অংশ গ্রহণ বিরল। সেখানে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ প্রশিক্ষণে অংশ গ্রহনে যাবেন। এর মাধ্যমে শেয়ারবাজারে হাস্যরস তৈরী করেছেন।

এক মার্চেন্ট ব্যাংকের সিইও অর্থ বাণিজ্যকে বলেন, এ যাবতকাল বিএসইসির অফিসাররা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। সেক্ষেত্রে সহকারি পরিচালক, পরিচালকেরা অংশ নেয়। এতে নির্বাহি পরিচালকদের নেওয়া হয় না। যদি নির্বাহি পরিচালকদের ট্রেনিং নিতে হয়, তাহলে তারা দীর্ঘ কর্মজীবনে কি শিখেছে, এটা নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক। সেখানে বিএসইসির চেয়ারম্যানের ট্রেনিংয়ে অংশগ্রহণ করাতো অকল্পনীয়। এটা পৃথিবীর কোন দেশের এসইসির ক্ষেত্রে হয়েছে কিনা, তা জানা নেই। তবে বাংলাদেশের বিএসইসির কোন চেয়ারম্যানের এমন ট্রেনিং নিতে দেখা যায়নি।

এক শীর্ষ ব্রোকারেজ হাউজের সিইও অর্থ বাণিজ্যকে বলেন, রাশেদ মাকসুদের ট্রেনিংয়ের দরকার আছে। যেহেতু উনার শেয়ারবাজার নিয়ে জ্ঞানের অনেক ঘাটতি রয়েছে।

আরও পড়ুন....

মাকসুদকে পদত্যাগে চাপের গুঞ্জনে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

বিশ্বের সকল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অফিসারদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৩১তম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটিজ মার্কেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট’ প্রোগ্রাম। ইউ.এস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে আগামী ৫ মে থেকে ৯ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডিসিতে এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএসইসি থেকে অংশ গ্রহণের জন্যও আমন্ত্রণ করা হয়েছে।

তবে অফিসারদের এ অনুষ্ঠানে বিএসইসির অফিসারের পরিবর্তে অংশ নেবে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান। যেটি হাস্যকর।

এছাড়াও, এই অনুষ্ঠান শেষে ১২ থেকে ১৫ মে আইএসকো ৫০তম বার্ষিক সভায় অংশ নিতে কাতার ভ্রমণ করবেন তিনি।

শেয়ারবাজারের সংকটময় সময়ে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নেয়া বাদ দিয়ে সরকারি খরচে বিদেশ ভ্রমণে ব্যস্ত থাকবেন।

জানা গেছে, বিএসইসির চিঠির ভিত্তিতে গত ২০ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কমিশনের চেয়ারম্যানের এসব সফরের জন্য ১১ দিনের ছুটি প্রদান করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব এম এম আশিক রেজা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ০৫ মে থেকে ০৯ মে ‘৩১তম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটিজ মার্কেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ এবং পরবর্তিতে ১২ মে থেকে ১৫ মে কাতারের দোহায় আইএসকো ৫০তম বার্ষিক সভায় অংম নিতে মোট ১১ দিনের ছুটির প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো। এই ভ্রমণের সময় তিনি কর্তব্যরত হিসেবে বিবেচিত হবেন, তিনি স্থানীয় মুদ্রায় সমস্ত বেতন এবং ভাতা পাবেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভ্রমণ সম্পর্কিত সমস্ত ব্যয় বহন করবে, এবং তিনি নির্ধারিত সময়ের বেশি বিদেশে থাকতে পারবেন না বলে চিঠিতে উল্লেখ করা হয়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে