ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মাকসুদকে পদত্যাগে চাপের গুঞ্জনে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

২০২৫ এপ্রিল ২৭ ১৪:৩০:১২
মাকসুদকে পদত্যাগে চাপের গুঞ্জনে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শুরু থেকেই খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অযোগ্য বলে দাবি করে আসছে শেয়ারবাজার সংশ্লিষ্ট সকল মহল। যার কারনে শেয়ারবাজারে ভয়াবহ পতন হচ্ছিল। যে ধারাবাহিকতা রবিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২ পর্যন্ত বজায় ছিল। তবে হঠাৎ করে বাজারে খবর আসে রাশেদ মাকসুদকে পদত্যাগে সরকারের একটি মহল চাঁপ দিয়েছেন। যাতে করে শেয়ারবাজার বড় ইউটার্ন নিয়েছে।

এদিন দুপুরে খবর আসে বিএসইসির চেয়ারম্যানকে সরকারের পক্ষ থেকে পদত্যাগে চাঁপ দেওয়া হয়েছে। যে কারনে তিনি বিএসইসি থেকে বেরিয়েও গেছেন। এমন খবরে শেয়ারবাজার ঋণাত্মক থেকে ইতবাচকতার দিকে ধাবিত হয়।

বাজার সংশ্লিষ্টরা জানান, বর্তমান কমিশনের উপর কারোরই আস্থা নেই। এই কমিশন শেয়ারবাজারের কিছুই বুঝে না। এখন কেউই রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনকে চাচ্ছেন না। যাদের পদত্যাগে শেয়ারবাজারে ঘুরে দাড়ানো সম্ভব। এটা অনেক আগে থেকেই সবাই দাবি করে আসছে। সেই খবর যখন বাজারে ছড়িয়ে পড়ে, তখন শেয়ারবাজারের ঘুরে দাঁড়ানো স্বাভাবিক।

দেশের শেয়ারবাজার গত ৯ কার্যদিবস ধরে পতনে ছিল। যার ধারাবাহিকতায় আজও শেয়ারবাজারে দুপুর সাড়ে ১২টায় বড় পতন দেখা যায়। এদিন সকাল সাড়ে ১০টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স ৫০ পয়েন্টের বেশি কমে গিয়েছিল। যা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ধারা অব্যাহত ছিল।

এরপরে রাশেদ মাকসুদের পদত্যাগের বিভিন্ন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন থেকেই ইউটার্ন নিতে শুরু করে শেয়ারবাজার।

রবিবার দিন শেষে ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯৫ পয়েন্টে। যা এর আগের ৯ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ৫০ পয়েন্ট, বুধবার ৪ পয়েন্ট, মঙ্গলবার ১৮ পয়েন্ট, সোমবার ৩০ পয়েন্ট, রবিবার ২৩ পয়েন্ট এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ৮ পয়েন্ট, বুধবার ২৬ পয়েন্ট, মঙ্গলবার ৩৮ পয়েন্ট ও সোমবার ৩৬ পয়েন্ট কমে। এই ৯ কার্যদিবসে ২৩৩ পয়েন্ট পতন হয়।

এদিন ডিএসইতে ৩৩৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৬৭ কোটি ১৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৮ কোটি ৫১ লাখ টাকার বা ৮ শতাংশ।

রবিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৩৫ টি বা ৫৯.১৯ শতাংশের। আর দর কমেছে ৯৯ টি বা ২৪.৯৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৩ টি বা ১৫.৮৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৬ টির, কমেছে ৯৭ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮৮৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট কমেছিল। শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে