ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

৮৯৬ কোটি টাকার কোম্পানির ১৭৫৮ কোটি লোকসান

২০২৫ আগস্ট ০৬ ০৮:৪৬:৩৫
৮৯৬ কোটি টাকার কোম্পানির ১৭৫৮ কোটি লোকসান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকের ২০২৫ সালের প্রথমার্ধের ব্যবসায় বড় লোকসান হয়েছে। যা কোম্পানিটির পরিশোধিত মূলধনের থেকে বেশি। এমন পতনে কোম্পানিটির নিট সম্পদ ঋণাত্মক হয়ে গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির ২০২৫ সালের প্রথমার্ধের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১৯.৬৩) টাকা। এ হিসাবে ৮৯৫ কোটি ৭০ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির ৬ মাসেই নিট লোকসান হয়েছে ১ হাজার ৭৫৮ কোটি ২৫ লাখ টাকা।

সুদজনিত আয় কমে যাওয়ায় ব্যবসায় এই ধস নেমেছে বলে জানিয়েছে এবি ব্যাংক কর্তৃপক্ষ।

এর আগে ২০২৪ সালের ব্যবসায় কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয় (২১.২৮) টাকা। এ হিসাবে ওই বছরে নিট লোকসান হয়েছে ১ হাজার ৯০৬ কোটি ৪ লাখ টাকা।

ব্যবসায় এমন পতনে ব্যাংকটির গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) নেমে এসেছে ঋণাত্মক (১২.৩৩) টাকায়। অর্থাৎ ব্যাংকটির এখন অবসায়নে গেলে শেয়ারহোল্ডাররা কোন কিছুই পাবে না।

উল্লেখ্য, ১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এবি ব্যাংকের শতাংশ মালিকানাই রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির মঙ্গলবার (০৫ আগস্ট) শেয়ার দর দাঁড়িয়েছে ৬.৮০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে