ঢাকা, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

সাইবার হানার শঙ্কায় ভারতের শেয়ারবাজার

২০২৫ মে ০৯ ১০:২১:৩৯
সাইবার হানার শঙ্কায় ভারতের শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : পহেলগামে পর্যটক হত্যার পাল্টা জবাব হিসেবে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ সম্পন্ন করার পরে দু’দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে সতর্ক অবস্থান নিয়েছে ভারতের অন্যতম প্রধান শেয়ার বাজার বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। চলমান পরিস্থিতিতে শেয়ারবাজার কিংবা ব্যাংকে সাইবার হানা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যা আমজনতাকে বিপদে ফেলতে পারে। তাই আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিদেশি কোনও মহল যাতে সাইবার আক্রমণকে হাতিয়ার করে ভারতের শেয়ারবাজারে লেনদেনসহ পুরো প্রক্রিয়াটির ক্ষতি করতে না পারে, তা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে বিএসই। বিদেশিদের জন্য ওয়েবসাইট বন্ধ করেছে তারা। এছাড়া ভারতের ব্যাংকগুলো তাদের সাইবার নিরাপত্তাকে আরও শক্তপোক্ত করছে যুদ্ধকালীন তৎপরতায়। বিশেষত সীমান্তের নিকটবর্তী ব্যাঙ্ক শাখাগুলির সুরক্ষায় জোর দেওয়া হয়েছে। একাংশ ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে ইন্টারনেট।

বিশেষজ্ঞদের মতে, শেয়ারবাজার এবং ব্যাংক যে কোনও দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জায়গা। আর্থিক ভিতগুলির অন্যতম। তাই সেগুলি নিশানা হতে পারে। যা সরাসরি সাধারণ মানুষকে আঘাত করবে। তাই বাড়তি সতর্ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ারবাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, “বর্তমানে অনলাইনে শেয়ার কেনাবেচা, টাকা মেটানোসহ লেনদেনের পুরো প্রক্রিয়া পরিচালিত হয়। এই ক্ষেত্রে তাই নজরদারি আরও কঠোর করা জরুরি ছিল। বিএসই সেটাই করেছে। এতে ভারতের শেয়ারবাজারে লেনদেন আরও নিরাপদ হল।’’

ভারতের বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষও সাইবার হানা রোখার পরিকাঠামোকে মজবুত করছে। যেমন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) এমডি ও সিইও অশোক চন্দ্র বলেন, “আমরা একটি ‘ওয়ার রুম’ তৈরি করেছি। সেটি ২৪ ঘণ্টা কাজ করবে। যে কোনও সাইবার আক্রমণ রুখতে আমরা প্রস্তুত। বিশেষত সীমান্ত অঞ্চলের শাখাগুলির নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ করেছি। কর্মীদের নিরাপত্তার জন্যও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’’

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে