ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

যুদ্ধের প্রভাবে ভারতের শেয়ারবাজারে বড় পতন

২০২৫ মে ১১ ০৯:১৩:৩৫
যুদ্ধের প্রভাবে ভারতের শেয়ারবাজারে বড় পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষের প্রভাব ভারতের শেয়ারবাজারে দুইদিন টানা পতন হয়েছে। এরমধ্যে সপ্তাহের শেষ কার্যদিবসে (শুক্রবার) বড় পতন হয়েছে। এদিন সেনসেক্স এবং নিফ্‌টি পতন হয়েছে প্রায় ১%। এই দু’দিনে বিনিয়োগকারীরা ৭ লক্ষ কোটি টাকার পুঁজি হারিয়েছে।

এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক ৮৮০.৩৪ পয়েন্ট পড়ে নেমে এসেছে ৭৯,৪৫৪.৪৭। অর্থাৎ, ফের নেমেছে ৮০ হাজারের নীচে। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফ্‌টি সূচক ২৬৫.৮০ পয়েন্ট পতনের মাধ্যমে নেমে এসেছে ২৪,০০৮ পয়েন্টে।

ভারতের বিশেষজ্ঞদের ব্যাখ্যা, পহেলগামে সন্ত্রাসবাদী আক্রমণের পরে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সংঘর্ষের আশঙ্কা শেয়ারবাজারে ছিল। কিন্তু তার ব্যাপ্তি সম্পর্কে ধারণা ছিল না। ফলে বৃহস্পতিবার রাতভর সংঘর্ষের পরে উদ্বেগ আরও বেড়েছে। তার প্রভাব শুক্রবারের লেনদেনে পড়েছে।

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর বিনয় আগরওয়াল বলেন, ‘‘পরিস্থিতি ভালই ছিল। ভারত-ব্রিটেন, আমেরিকা-ব্রিটেনের অবাধ বাণিজ্য চুক্তির কাজ শেষ হয়েছিল। আমেরিকা এবং চিনের শুল্ক যুদ্ধও স্তিমিত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছিল। তার প্রভাব পড়ছিল বাজারে। কিন্তু ভারত-পাকিস্তানের সংঘর্ষ আপাতত তাতে জল ঢেলে দিয়েছে। তবে আমার ধারণা এই সংঘর্ষ বেশি দিন চলবে না। তার পরিসমাপ্তি হবে ভারতের পক্ষে। শেয়ারবাজার হারানো জমি উদ্ধার তো করবেই, আরও উপরে উঠতে পারে।’’

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে