ঢাকা, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

একদিনের ব্যবধানে ভারতের শেয়ারবাজারে বড় পতন

২০২৫ মে ১৩ ১৯:৩৫:০৮
একদিনের ব্যবধানে ভারতের শেয়ারবাজারে বড় পতন

অর্থ বাণিজ্য ডেস্ক : ভারত-পাক সংঘর্ষ বিরতির খবরে সোমবার (১২ মে) ভারতের শেয়ারবাজারে ২৯৭৫ পয়েন্ট বেড়েছিল সেনসেক্স সূচক। তবে পরেরদিনই বা মঙ্গলবার সেই সূচক পড়ল প্রায় ১৩০০ পয়েন্ট।

এদিন বাজার চালুর পর লেনদেন শুরুর কয়েক মিনিট পরেই সূচক সবুজ থেকে লাল হতে দেখা যায়। দিনের শুরুতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটি ছিল ২৪,৮৬৪.০৫ আর বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ছিল ৮২,২৪৯.৬০।

এদিন ভারতের শেয়ারবাজার বন্ধের আগে ১২৮২ পয়েন্ট বা ১.৫৫ শতাংশ কমে ৮১,১৪৮.২২-এ নেমে এসেছে সেনসেক্স সূচক। আর ৩৪৬ পয়েন্ট বা ১.৩৯ শতাংশ কমে ২৪,৫৭৮.৩৫-এ স্থির হয়েছে নিফটি।

বাজার বিশেষজ্ঞেরা জানিয়েছেন সোমবার ঝড়ো ব্যাটিংয়ের পর মঙ্গলবার বাজার ধরাশায়ী হওয়ার মূল কারণ হল শর্ট সেলিং। ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা কমে আসার পর সোমবারের সেশনে ভারতীয় শেয়ার বাজারের সূচক প্রায় ৪ শতাংশ বেড়ে যায়। এই তীব্র উত্থান মূলত শর্ট কভারিংয়ের কারণে হয়েছিল। এর ফলে খুচরো বিনিয়োগকারীরা মুনাফা বিক্রি করতে শুরু করেন। দ্বিতীয় কারণ আমেরিকার শুল্ক চুক্তির সমস্যা। সেই সমস্যা পুরোপুরি মেটেনি বলেই মত আর্থিক বিশেষজ্ঞদের।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে