ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

জালিয়াত সুকেশের সঙ্গে জ্যাকলিনের প্রেম!

২০২৫ মে ১৮ ১১:০৯:৩১
জালিয়াত সুকেশের সঙ্গে জ্যাকলিনের প্রেম!

বিনোদন ডেস্ক : সদ্য মাকে হারিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়। গত কয়েক বছরে অভিনেত্রীর নাম জড়িয়েছে একাধিক বিতর্কে। নেপথ্যে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটির তোলাবাজি, অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার হওয়া সুকেশকে কেন্দ্র করে বিপুল সমালোচিত হতে হয় নায়িকাকে। কারণ, সুকেশের দাবি ছিল জ্যাকলিন তাঁকে ভালবাসেন। তাঁর থেকে দামি দামি উপহারও পেয়েছেন অভিনেত্রী। সেই তালিকাও এসেছিল প্রকাশ্যে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তরফে তলবও করা হয়েছিল নায়িকাকে।

এই ঘটনাকে কেন্দ্র করে জ্যাকলিনের উপর দিয়ে যেমন ঝড় বয়ে গিয়েছিল। তেমনই সেই প্রভাব পড়েছিল তাঁর পরিবারের উপরেও। বিশেষত এই খবর প্রকাশ্যে আসার পর তাঁর মা-বাবা খুব অস্বস্তিতে পড়েছিলেন। সেই সময় পরিবারের উপর দিয়ে ঠিক কী গিয়েছে সে কথাই এক সাক্ষাৎকারে বলেছেন জ্যাকলিন।

তিনি বলেন, “ইন্ডাস্ট্রির অন্দরে নায়ক-নায়িকাদের উপর দিয়ে অনেক সময়ই অনেক ঝড় বয়ে যায়। আমরা অনেক সময় তা সহ্য করে নেই। কিন্তু মা-বাবাদের উপর যে কী প্রভাব পড়ে সেটা বলে বোঝাতে পারব না। নিজের সন্তানের পাশে দাঁড়ানোও অনেক ক্ষেত্রে কঠিন হয় মা-বাবাদের পক্ষে। কিন্তু এটা আমার বিশ্বাস, আমি যে পরিস্থিতিতেই পড়ি না কেন মা আমার পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে।”

প্রসঙ্গত, শোনা যাচ্ছে একটি প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম সুকেশের উপর এই তথ্যচিত্র তৈরি করতে চাইছে। আর সেখানে জ্যাকলিনের থেকে বড় মুখ আর কেউ হতে পারেন না বলেই মনে করছেন কর্তৃপক্ষ। যত দূর জানা গিয়েছে, আদালতকক্ষের নাটকীয়তার সঙ্গে জুড়ে দেওয়া হবে মনস্তাত্ত্বিক সত্যান্বেষণ। থাকবে সামাজিক সমীক্ষণও।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে