ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

দু’টাকার ফেসভ্যালুর শেয়ারে ৩০০% লভ্যাংশ

২০২৫ মে ১৫ ০৯:১৬:৫৪
দু’টাকার ফেসভ্যালুর শেয়ারে ৩০০% লভ্যাংশ

অর্থ বাণিজ্য ডেস্ক : ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে অস্থির ভারতের শেয়ারবাজার। এক দিন প্রায় তিন হাজার পয়েন্ট ঊর্ধ্বমুখী হচ্ছে সূচক। পরদিনই ১,২০০ পয়েন্ট নামছে সেনসেক্স। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সুখবর শোনাল টাটা মোটর্‌স। তাঁদের জন্য ৩০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে সেদেশের অন্যতম ঐতিহ্যবাহী এই গাড়ি নির্মাণকারী কোম্পানি।

মঙ্গলবার (১৩ মে) বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের কথা ঘোষণা করে টাটা মোটর্‌স কর্তৃপক্ষ। কোম্পানির তরফে বলা হয়েছে, দু’টাকা ফেসভ্যালুর শেয়ার প্রতি ছ’টাকা করে লভ্যাংশ পাবেন তাঁরা।

উল্লেখ্য, চলতি বছরের ৩১ মার্চ শেষ হওয়া অর্থবর্ষের এটাই চূড়ান্ত লভ্যাংশ। আগামী ২৪ জুন বার্ষিক সাধারণ সভার (অ্যানুয়াল জেনারেল মিটিং বা এজিএম) বৈঠকে বসবেন টাটা মোট‌র্‌স কর্তৃপক্ষ।

এ বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে টাটা মোটর্‌সের মুনাফার অঙ্ক দাঁড়িয়েছে ৮,৬০০ কোটি টাকা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে