ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতে ৫ দিনে প্রতিরক্ষা স্টক বাড়ল ২২ শতাংশ

২০২৫ মে ১৬ ০৯:৫৭:৪৬
ভারতে ৫ দিনে প্রতিরক্ষা স্টক বাড়ল ২২ শতাংশ

অর্থ বাণিজ্য ডেস্ক : ভারত-পাকিস্তান সংঘাত থামতেই ভারতের শেয়ারবাজারে হইচই। পাঁচ দিনে ভারতের প্রতিরক্ষা কোম্পানিগুলোর স্টকের দাম বাড়ল ২২ শতাংশ। বম্বে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী রয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ভারত ডায়নামিক্স লিমিটেড, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং মাজগাঁও ডক শিপবিল্ডার্সের শেয়ারের দর।

গত ১২ মে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ‘অপারেশন সিঁদুর’ এবং তার পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গে সংঘাতে দেশের মাটিতে তৈরি হাতিয়ারের দুর্দান্ত পারফরম্যান্সের বিষয়টি উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’ শব্দবন্ধ ব্যবহার করতে শোনা যায় তাঁকে। শেয়ার বিশেষজ্ঞদের দাবি, তাঁর ওই বক্তব্যের পরেই দেশীয় প্রতিরক্ষা সংস্থাগুলির স্টকে বিনিয়োগ করতে বিনিয়োগকারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে স্টকের দাম।

ব্রোকারেজ হাউজগুলোর দাবি, ‘যুদ্ধ’র সময়ে দেশীয় প্রতিরক্ষা কোম্পানিগুলোর তৈরি করা হাতিয়ার পারফরম্যান্স করায়, বাহিনীতে সেগুলির কদর বেড়েছে। ফলে ভবিষ্যতে এগুলির চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, সংশ্লিষ্ট অস্ত্রগুলির রফতানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই দেশীয় প্রতিরক্ষা সংস্থাটির স্টকে ‘ষাঁড়ের দৌড়’ দেখা যাচ্ছ। আপাতত এই অবস্থা বজায় থাকবে বলেই মনে করছে তারা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে