ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

৩ দিনে মূল্যসূচক বাড়ল ২৩৮ পয়েন্ট

সাড়ে এগারো মাস পর লেনদেন ছাড়াল ১১’শ কোটি টাকা

২০২৫ আগস্ট ০৩ ১৪:৪৩:৫৯
সাড়ে এগারো মাস পর লেনদেন ছাড়াল ১১’শ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের ১ম কার্যদিবস রবিবার (০৩ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনেও বড় উত্থান হয়েছে। এদিন ডিএসইতে সাড়ে ১১ মাস পর ১১০০ কোটি টাকার লেনদেন ছাড়িয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫৩৬ পয়েন্টে। যা বৃহস্পতিবার ৯১ পয়েন্ট ও বুধবার ৫৪ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ শেষ ৩ কার্যদিবসে সূচকটি বেড়েছে ২৩৮ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ১৪ আগস্ট আজকের থেকে বেশি বা সর্বশেষ ১১ শত কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল। এ হিসেবে বিগত ১১ মাসের মধ্যে আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১৮ টি বা ৫৪.৭৭ শতাংশের। আর দর কমেছে ১২২ টি বা ৩০.৬৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৮ টি বা ১৪.৫৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ২০ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫৩ টির, কমেছে ৬০ টির এবং পরিবর্তন হয়নি ২৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৪৮৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৮২ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে