ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

শেয়ারবাজারে পতন

২০২৫ আগস্ট ০৭ ১৫:৫৩:০৫
শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : টানা ৩ কার্যদিবসের উত্থানে ২৩৮ পয়েন্ট বৃদ্ধির পর তিন কার্যদিবস (০৪,০৬ ও ০৭ আগস্ট) শেয়ারবাজারে পতন হয়েছে। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমানও।

বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪০৮ পয়েন্টে। যা আগের দিন কমেছিল ১৫ পয়েন্ট।

এর আগের ৩ কার্যদিবসের মধ‍্যে রবিবার ৯৩ পয়েন্ট, বৃহস্পতিবার ৯১ পয়েন্ট ও বুধবার ৫৪ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ ওই ৩ কার্যদিবসে সূচকটি বাড়ে ২৩৮ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৭০৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮৮৯ কোটি ৯৬ লাখ টাকার। এ হিসেবে ১৮৩ কোটি ৫৫ লাখ টাকার বা ২১℅ শতাংশ লেনদেন কমেছে। যা আগের দিন কমেছিল ২১ কোটি ৭৭ লাখ টাকার বা ২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৯ টি বা ১৯.৮৪ শতাংশের। আর দর কমেছে ২৬৮ টি বা ৬৭.৩৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫১ টি বা ১২.৮১ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ২৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৭ টির, কমেছে ১৩৯ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫১৯৩ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৫৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে