ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

টানা ৬ কার্যদিবসের পতনে ডিএসইএক্স কমল ২২১ পয়েন্ট

২০২৫ আগস্ট ১২ ১৫:২৫:১৬
টানা ৬ কার্যদিবসের পতনে ডিএসইএক্স কমল ২২১ পয়েন্ট

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টানা ৬ কার্যদিবস ধরে পতনে রয়েছে। এই সময়ে মূল্যসূচক ডিএসইক্স কমেছে ২২১ পয়েন্ট। আর ৬ কার্যদিবস আগের ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার লেনদেন নেমে এসেছে ৬৬৬ কোটি ৫১ লাখ টাকায়।

মঙ্গলবার (১২ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩১৫ পয়েন্টে। যা সোমবার ৭ পয়েন্ট, রবিবার ৫৭ পয়েন্ট, বৃহস্পতিবার ৬৩ পয়েন্ট, বুধবার ১৫ পয়েন্ট ও মঙ্গলবার ৫০ পয়েন্ট কমেছিল। অর্থাৎ ৬ কার্যদিবসে সূচক কমেছে ২২১ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৬৬৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬১০ কোটি ৮৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৬৪ লাখ টাকার বা ৯ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৫ টি বা ২৮.৯৭ শতাংশের। আর দর কমেছে ২২২ টি বা ৫৫.৯২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬০ টি বা ১৫.১১ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ২২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৮ টির, কমেছে ১২৭ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৯৪০ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে